নভেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস

| বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাং ২৪ অক্টোবর রাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটে। অক্টোবরে সিত্রাংয়ের আঘাতের পর নভেম্বর মাসেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান গতকাল বুধবার নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানিয়ে বলেন, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আগের মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং ২৪ অক্টোবর রাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটে। খবর বিডিনিউজের।
আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবর মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৪২ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। অতি ভারি বর্ষণ ঘটিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। সেসময় বরিশালে দেশের সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নভেম্বরের শুরুতে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের খবর মেলেনি। পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক বিচারপতি মানিকের গাড়িতে হামলা
পরবর্তী নিবন্ধবায়েজিদে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ