নভেম্বরেই নামছে শীত ডিসেম্বরে শৈত্য প্রবাহ

| মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

মধ্য কার্তিকে দিনে গরমের তেজের বিপরীতে রাতে তাপমাত্রা কমলেও শীত নামতে আরও কিছুটা সময় লাগবে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছেন। আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বলেছেন, মধ্য নভেম্বরের পর শীত নামবে, আর ডিসেম্বরে আসবে শৈত্য প্রবাহ। খবর বিডিনিউজের।
পঞ্জিকার হিসেবে এখন হেমন্ত ঋতু চলছে, এরপর অগ্রহায়ন পেরিয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে শীতকাল শুরু হলেও শীত অনুভূত হয় তার আগে থেকে। উত্তরী হাওয়া এখনও না এলেও গত কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা কমছে, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভোরের কুয়াশা শীতের জানান দিচ্ছে। শীত কি এবার তাহলে আগে আসছে কি না; প্রশ্ন করলে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দিনে এখন তাপমাত্রা বাড়তির দিকে, রাতে একটু কমছে।

পূর্ববর্তী নিবন্ধমো. শাহ আলম
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্প থেকে এক মাসে ১৭২ অপরাধী গ্রেপ্তার