নবী প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত

ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ১০:২২ পূর্বাহ্ণ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নবী প্রেম খোদা প্রাপ্তির পূর্বশর্ত। রাসুল (সা.) এর পথ অনুসরণ করলে জীবনে শান্তি আসবে।

ইসলামিক ফাউন্ডেশন রাঙামটি জেলা
ইসলামিক ফাউন্ডেশন রাঙামটি জেলা কার্যালয় ও জাতীয় ইমাম সমিতির যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও হাফেজ মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় গতকাল সোমবার কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় ইমাম সমিতি রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ ওসমান গণি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আখতার হোসেন চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন মুহাম্মদ নুর আল-কাদেরী। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মো. জয়নুল আবেদীন আল কাদেরী। এতে বক্তারা বলেন, নবী প্রেমই খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। বক্তারা নবীর (সা.) আদর্শকে বুকে ধারণ করে জীবন যাপনের মাধ্যমে অশান্তি, বিশৃঙ্খলা এবং হানাহানি দূর করার আহ্বান জানান। সভা শেষে ইসলামিক ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের সদস্যবর্গ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মিলাদ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

চন্দনাইশ ৫নং হারলা
চন্দনাইশ পৌরসভার ৫নং হারলা সাতভাইয়ের পাড়া এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) গত ৩১ অক্টোবর শনিবার স্থানীয় ফাতেমা (রা.) জামে মসজিদ মাঠে এনামুল হক আল-কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মেহমান ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান কাযী মুহাম্মদ মঈনউদ্দীন আশরাফী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি দুবাই ইন্টারন্যাশনাল সিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার ভাইস-চেয়ারম্যান সোলাইমান ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ পৌরসভার সহ-সাধারণ সম্পাদক আলমগীর বঈদী, মুহাম্মদ শাহ আলম। বিশেষ বক্তা ছিলেন উপাধ্যক্ষ আলহাজ্ব আবদুল আজিজ আনোয়ারী, আলহাজ্ব সোহাইল উদ্দীন আনছারী। উদ্বোধক ছিলেন লায়ন মুহাম্মদ আজগর আলী।
উপস্থিত ছিলেন আফজাল আহমদ, মুহাম্মদ মহসিন আজাদ, মুফতি শফিউর রহমান, আহমদ হোসেন ফারুকী, আবু জাফর, ফরহাদ হোসাইন, মাস্টার হাসান আলী, হাসান মুরাদ পারভেজ, ফজল আহমদ, ছৈয়দ আহমদ, মোহাম্মদ জাফর, মোহাম্মদ মোহাম্মদ সবুজ, সাকিব জোনায়েদ, হাফেজ মজিদ, শাহী ইমরান রাজু প্রমুখ। বক্তারা মহানবী (সা.) এর নির্দেশিত পথ অনুসরণ আহবান জানান।

গাউসিয়া কমিটি শান্তি নগর ইউনিট
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটি পশ্চিম ষোলশহর শান্তি নগর ইউনিটের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে গত শুক্রবার স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডা. আব্দুল মতিন। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি পাঁচলাইশ থানা শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ দস্তগীর দস্তগীর আলম। এতে বক্তারা বলেন,ইসলামী সংস্কৃতি চর্চা না থাকার কারনে আমাদের যুব সমাজ আজ বিপথগামী হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে।
মোহাম্মদ বশির আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মাদ আবুল কালাম, মোহাম্মদ ইউছূপ কোম্পানি, মোহাম্মাদ মুছা, মোহাম্মাদ রাশেদুল ইসলাম আলকাদেরী।

কাথরিয়ায় জশনে জুলুস
বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখা ও চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় মুফতি নেছার উদ্দীন মুনিরী আল-ক্বাদেরীর সভাপতিত্বে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। জুলুসটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত বাগমারা অলী শাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদরাসায় মিলাদ ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ আজিজুর রহমান আজিজ, মুহাম্মদ আব্দুর রহমান রেজভী, মুহাম্মদ হারুনর রশীদ চৌধুরী প্রমুখ।

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী
ফটিকছড়িতে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে মহান ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। ২ নভেম্বর মাদ্রাসা পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে জশনে জুলুছ বের করা হয়। এরপর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) স্মারক আলোচনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোসাংগিরী ইউনিয়নের চেয়ারম্যান শোয়েব আল ছালেহীন, নানুপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ শফিউল আজম। আরো উপস্থিত ছিলেন মাওলানা আলী আজম হাশেমী, মাওলানা হামিদুল ইসলাম, ওবাইদুল্লাহ, মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ সিকদার। মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন ও মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দীন। বক্তব্য রাখেন প্রফেসর শাহজাদা সৈয়দ শফিউল গনি চৌধুরী, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন তালুকদার, মাওলানা মুহাম্মদ নাজিমুল হক আলকাদেরী, মাওলানা মুহাম্মদ রফিক উদ্দীন, হাফেজ আবুল কালাম, মাওলানা ইলিয়াস খান আল-কাদেরী ও মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন, জাহাঙ্গীর আলম খান প্রমুখ।
মোজাদ্দেদীয়া দরবার
উত্তর হালিশহর ওয়ার্ড মোল্লাপাড়া সিলসিলায়ে তরিকায়ে নকশ্‌বন্দীয়া মোজাদ্দেদীয়া রহমানিয়া দরবার শরিফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত ৩ নভেম্বর মুফতি সৈয়দ আমিনুর রহমান নকশ্‌বন্দী আল-মোজাদ্দেদীর মাজার প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দ মুহাম্মদ ইসহাক নকশ্‌বন্দী আল-মোজাদ্দেদী। আলোচক ছিলেন সৈয়দ মুহাম্মদ আবুল কাসেম, ডা. সৈয়দ মুহাম্মদ কামাল উদ্দিন ইউসুফ, হাফেজ মো. আবু তাহের আল কাদরী, ফরহাদ আমিন, হাফেজ মো. আহসানুল আমিন রাহাত, হাফেজ মুহাম্মদ শরফুল আমীন প্রমুখ। বক্তারা বলেন, রাসুলের (সা.) প্রেমই ঈমানের পূর্বশর্ত।
মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাইয়ে মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে। গত সোমবার উপজেলার মস্তাননগরে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল আলীম রিজভী। প্রধান ওয়ায়েজিন ছিলেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী। উপস্থিত ছিলেন ক্বারী মোহাম্মদ তারেক আবেদীন আল কাদেরী।মিলাদুন্নবী উপলক্ষে পরিষদের উদ্যোগে জোরারগঞ্জ ইউনিয়নের ২১টি মসজিদে আর্থিক অনুদান প্রদান ও দুস্থদের মাঝে চেক বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাস বনাম অর্থনীতি
পরবর্তী নিবন্ধরেলওয়ে পূর্বাঞ্চলের কয়েকজন কর্মকর্তার বদলি ও পদোন্নতি