নবী প্রেমের শিক্ষা দিয়ে সুন্নীয়তকে জিন্দা করে গেছেন ইমাম শেরে বাংলা

ইমাম শেরে বাংলার (রহ.) ওরশে বক্তারা

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

হাটহাজারী বাস স্টেশনস্থ ইমাম শেরে বাংলার (রহ.) দরবারে আলহাজ্ব শাহসুফি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আজিজুল হক ইমাম শেরে বাংলার (রহ) ৫৮ তম পবিত্র ২ দিনব্যাপী বার্ষিক ওরশের ১ম দিনে গত বুধবার যিকরে নাতে মোস্তফা (.) মাহফিল আলহাজ্ব শাহসূফি মাওলানা ছৈয়্যদ মুহাম্মদ বদরুল হক আল কাদেরীর (মা.জি..) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাহজাদা ছৈয়দ মুহাম্মদ মনিরুল হক সুমন।

এসময় মেহমান ছিলেন ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ, আইনজীবী মুহাম্মদ নাসির উদ্দিন, মুহাম্মদ আবদুর রহিম সওদাগর, মুহাম্মদ বেলাল উদ্দিন আশরাফী, মুহাম্মদ আবু মুছা কাদেরী, সোলেমানিয়া দরবার শরীফের শাহজাদা শেখ মুহাম্মদ আবদুল কাদের মহিউদ্দিন কাদেরী, এস.এম নুরুল আমিন। শায়েরদের মধ্যে উপস্থিত ছিলেন শায়ের মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী, শায়ের হারুনুর রশিদ কাদেরী, শায়ের মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী, শায়ের মুহাম্মদ ইমরান হোসাইন কাদেরী, শায়ের মুহাম্মদ হাবিবুর রহমান কাদেরী, মুহাম্মদ তোহা কাদেরী, মুহাম্মদ শাহীন আলম হক্কী। এসময় আলহাজ্ব মুহাম্মদ আলি হোসেন আরিফ বলেন, ইমাম শেরে বাংলা (রহ.) ছিলেন বেলায়তের উঁচু মর্যাদার অধিকারী। তিনি আজীবন নবী প্রেমের শিক্ষা দিয়ে সুন্নীয়ত কে জিন্দা করে গেছেন। তিনি ছিলেন চৌদ্দশত শতাব্দীর মুজাদ্দিদ। যিকরে মোস্তফা (.) মাহফিল শেষে মাজার জিয়ারত, মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেতাগীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ‘টিম মানুষ যে’
পরবর্তী নিবন্ধমোহাম্মাদীয়া তা’লীমুল কোরআন দাখিল মাদ্রাসার ২২তম বার্ষিক সভা