আগামী ২৯ আগস্ট মওলা নবী হযরত মোহাম্মদ মোস্তফা (দ.) এর ১৪৫৩তম সৌরবার্ষিকী আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে মহান নবী দিবস উদযাপন পরিষদের সভা বাকলিয়াস্থ ঐতিহ্যবাহী খাজাভিলায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান নবী দিবসের উদ্যোক্তা, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।
সভায় ২৯ আগস্ট মঙ্গলবার জমিয়তুল ফালাহ মসজিদ গেইট থেকে র্যালি ও চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।











