জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের আয়োজনে গতকাল রবিবার রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মোহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)।
চট্টগ্রাম সিটি মেয়র ও জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেঙ উন্নয়ন ও মুসল্লি পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসুল সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ) ও সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ (মা.জি.আ)।
প্রধান অতিথির বক্তব্যে পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মোহাম্মদ সাবির শাহ বলেন, নবী করিম (সা.) এর আদর্শ অনুসরণকারী মুসলমানই প্রকৃত মুমিন। তিনি প্রত্যেককেই নবীর আদর্শ ও দীক্ষা অনুসরণ করার আহ্বান জানান। তিনি জমিয়তুল ফালাহ মসজিদে এশার নামাজে ইমামতি করেন।
পরিষদের সভাপতি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ড. শাহ এমরান, খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, আবুল হাশেম বক্কর, ইয়াসিন চৌধুরী লিটন, আহমদুল হক। আরো উপস্থিত ছিলেন আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন, মোহাম্মদ শামছুদ্দিন, গিয়াস উদ্দিন সাকের, আনোয়ারুল হক, এম. এ হামিদ, অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, আবদুল হাই মাসুম, দিলশাদ আহমেদ, হাফেজ ছালামত উল্লাহ, মাওলানা আহমদুল হক, জিয়া উদ্দিন খালেদ, শফিক আহম্মদ, আহমদুল আলম রাসেল, শাহ আলম, মাঈনুদ্দিন মিঠু, সাহাবউদ্দিন, আব্দুল আউয়াল, জসিম উদ্দিন হিমেল, শফিক আহম্মদ, সাহাবউদ্দিন, ইফতেখার আহমেদ আতিউল্লাহ ইয়াসিন প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা একরামুল করিম কে সহ–সভাপতি এবং মো. খোরশেদুর রহমানকে সাধারণ সম্পাদক করে জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদ গঠন করা হয়।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












