নবীর (দ.) শুভাগমনে অন্ধকারপূর্ণ পৃথিবী আলোকিত হয়েছে

কাঞ্চন নগর গাউসিয়া কমিটির জসনে জুলুছ

| শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে গত ৭ সেপ্টেম্বর গাউসিয়া কমিটি ফটিকছড়ি কাঞ্চন নগর ইউনিয়ন শাখার উদ্যোগে কাঞ্চন নগর বহু মুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক জুলুস ও সমাবেশ মাস্টার মুহাম্মদ জাগির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডা. মুহাম্মদ ইলিয়াছ ও মাস্টার মুহাম্মদ মজাহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শায়ের মাওলানা এমদাদুল ইসলাম কাদেরী। জুলুসটি কাঞ্চন নগরের বিভিন্ন সড়র প্রদক্ষিণ শেষে দক্ষিণ কাঞ্চন নগর জনতা বাজার সংলগ্ন মাদ্রাসা সমানে গিয়ে শেষ হয়। সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ কিয়াম করে দেশ ও জাতির কল্যানে মুনাজাত করা হয়।

এতে উপস্থিত ছিলেন আবুল মনচুর, মহিউদ্দিন, শহিদুল্লাহ, মঈন উদ্দীন, হাসানুল করিম, মো. জসিম উদ্দিন, হাফেজ হাসান রেজা, মামুনুর রশীদ, ইউপি সদস্য মুহাম্মদ জয়নাল আবেদীন সালাউদ্দিন, মুহাম্মদ ইউচুপ আহমেদ, মুহাম্মদ তাজুল ইসলাম,মুহাম্মদ জাহেদ হোসেন, এম এ করিম,ডা.আজিজ, ডা.ওসমান, মাস্টার ফারুক, মাস্টার সজিব, আলাউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রিয় নবীর (.) শুভাগমনে অন্ধকারপূর্ণ পৃথিবী আলোকিত হয়েছে। যার উছিলায় পথহারা মানুষ সঠিক পথের দিশা পেয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্ঘটনার দুদিন পর ডোবায় মিলল বাস হেলপারের মরদেহ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু