নবীর (দ.) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি ও মুক্তি

রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে বক্তারা

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে গত ১৮ সেপ্টেম্বর মেডিনোভা মেডিক্যাল কমপ্লেক্সের হলরুমে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওবায়দুল হক ইদ্রিস ও মুহাম্মদ মমতাজ আজিজের যৌথ সঞ্চালনায় এতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ রায়হান চৌধুরী এবং নাতে রাসুল (.) পরিবেশন করেন সাজ্জাদ হোসেন ফাহিম ও মুহাম্মদ শাহ আলম। উদ্বোধক রফিকুল ইসলাম উদ্বোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলেমে দ্বীন মাওলানা নুরুল আলম নঈমী। প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ খাজা মঈন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টি সৌদি আরব শাখার সহ সভাপতি আকতার হোসেন, ব্যবসায়ী সায়েম হোসেন খোকন, আলমগীর হোসেন, জুয়েল আশরাফ প্রমুখ। প্রধান অতিথি বলেন, শান্তি প্রতিষ্ঠায় প্রিয় নবীর (.) আদর্শ অনুসরণের বিকল্প নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই নবীর (.)আদর্শ অনুসরণ ও করতে হবে। আলোচনায় অংশ নেন মুহাম্মদ সাইদুল হক শাহেদ, মুহাম্মদ আনোয়ার শাহাদাত, সাখাওয়াত হোসেন সেন্টু,নাজমুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ায় জলবায়ু সংক্রান্ত অলিম্পিয়াডে তাসিনের স্বর্ণপদক জয়
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আ. লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার