নবীন শিল্পীদের ‘অরুণোদয়ের কাব্য’

তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি সন্ধ্যা

| রবিবার , ১৯ জুন, ২০২২ at ১২:২১ অপরাহ্ণ

নবীন আবৃত্তিশিল্পীদের একক পরিবেশনা নিয়ে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’র নিয়মিত আয়োজন ‘অরুণোদয়ের কাব্য’। তারুণ্যের উচ্ছ্বাসের সাথে যুক্ত নবীনদের একক পরিবেশনার সূচনা মঞ্চ এই অনুষ্ঠানটি। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বসেছিল আয়োজনের ২৬তম আসর। এতে আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ২৬তম আবর্তনের ত্রিশজন নবীন শিল্পী।

সন্ধ্যা ৭টায় ছিল আয়োজনের উদ্বোধনী পর্ব। এতে অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব মাশকুর এ সাত্তার কল্লোল, ছড়াকার সংসদের সাধারণ সম্পাদক আফম মোদাচ্ছের আলী, সাংস্কৃতিক সংগঠক সজল চৌধুরী, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম সদস্য আবু নাছের মানিক এবং ফারুক তাহের। আবৃত্তিশিল্পী মৌ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম।

আবৃত্তিশিল্পী সুষ্মিতা দত্ত, সাফা মারওয়া এবং কারিশমা কবির ঐশীর নির্দেশনায় একক পরিবেশনার আবৃত্তিতে অংশ নেন জেনি বড়ুয়া, স্বচ্ছ দাশ, অদ্বৈত প্রতিম ধর, শ্রেয়ন চৌধুরী, আদৃতা বর্দ্ধন, উচ্ছ্বাস সেন, কৌশিক পাল, স্নাহা প্রতীম ধর, নবনীতা নন্দিনী, কাজী আকসা নাজাকাত, শান বড়ুয়া, মৌমিতা শিকদার, প্রযুক্তি দাশ, হিমাদ্রি চৌধুরী, পায়েল বিশ্বাস, বহ্নি শিখা, মৌ বণিক, ঋত্বিক চৌধুরী, অনামিকা দাশ, সামিরা তাসনিম, দ্বিপান্বিতা আইচ কথা, অমৃতা দেব, ওয়াজিহা আলম মাহেরা, পূজ্যেশ্রিতা পূর্ণা, অরিন্তম অভ্র, নিতাশ্রী মজুমদার, মৃত্তিকা সেনগুপ্ত, স্বাগত দাশ এবং আরাত্রিক অদ্রি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিআইসিতে হাওয়াইয়ান গীটার বাদন সন্ধ্যা
পরবর্তী নিবন্ধআবারো কলকাতার সিনেমায় মাহতিম শাকিবের গান