নবীন শিল্পীদের ‘অরুণোদয়ের কাব্য’

তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি সন্ধ্যা

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১২:১২ অপরাহ্ণ

নবীন আবৃত্তি শিল্পীদের একক পরিবেশনা নিয়ে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’র নিয়মিত আয়োজন ‘অরুণোদয়ের কাব্য’ গতকাল শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা শেষ করা পঞ্চাশজন নবীন শিল্পী। প্রথম পর্ব উদ্বোধন করেন সাংস্কৃতিক সংগঠক সজল চৌধুরী। আবৃত্তিশিল্পী সুস্মিতা দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।

আবৃত্তি শিল্পী রাজেশ্বরী চৌধুরী, শারমিন মুস্তারী নাজু, ভূবন দাশ ত্রয়ী, পায়েল বিশ্বাসের নির্দেশনায় একক পরিবেশনার আবৃত্তিতে অংশ নেন দেবজিৎ বিশ্বাস, শ্রেয়ন চৌধুরী, কাজী আকসা নাজাকাত, আদৃতা বর্দ্ধন, প্রযুক্তি দাশ, দেবলীনা বিশ্বাস, শ্লোক দত্ত, ত্রয়ী পান্থ, ত্রিধা পান্থ, কুয়াশা ধর, মো. কাজী মুনতাসির উদ্দিন, প্রিয়তা সেন বৈদ্য, অংকিত দাশ, শ্রীনন্দা মিশেল, তাজকিয়া তাজরিন, মো. মুয়াস ওয়াসি, ইউসরা সাফওয়ানা, মুফলিহা যাহরা, দেবযানী চক্রবর্ত্তী, সুবর্ণ আদি প্রত্ন, ধীমান দেব, সৌমেন গুহ, ঋষি পালিত, ওয়াজিহা মাহনূর, সত্য সারথি ঘোষ, উমেশ যাদব দে, শ্রেষ্ঠা সেন, ওয়াসফিয়া মান্নত সানা, সূর্যকান্ত দাশ, মাইমুনা আল সাফার, উমেশ বর্ণিল দে, জয়িতা বড়ুয়া, রাজবীর বণিক রনয়, অম্ব্বিকা চৌধুরী, কাজী আনসা নুজহাত, অংকিতা গুহ, উজ্জীবন সেন, সুভদ্রা গুপ্ত অদ্রি, রাজবীর দাশ আয়ুষ, প্রিয়ন্তি সেন, অনীশ্বর দাশ সৃজন, মাহমুদা নুর আলভিনা, প্রমথেশ সেন, ঋত্তিকা দত্ত, মুগ্ধজিৎ বড়ুয়া, বিবি হাজেরা আমাতুল্লা পারিজা, মুহাম্মদ বিন হোসাইন, আরণ্য দাশগুপ্ত, প্রিয়ন্তী দাশ, আফিয়াত ইসলাম, প্রযুক্তা নাথ, বৃহস্মিতা দে, কৃপাশ্রী মল্লিক বৃন্দা, রোদ্দুর তলাপাত্র ওম, আয়ুশ বড়ুয়া মুগ্ধ, সিদ্ধার্থ নাথ, নিশিতা বসু, বিজয়া ভট্টাচর্য্য, সঙ্গীতা রাণী দেবী, আদিবা তাবাসসুম, মায়মুনা ফারুকী, তন্ময় চক্রবর্তী অশেষ, মো. আরিফুর রহমান, প্রজ্ঞা লাবণী চৌধুরী এবং দুর্জয় নন্দী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপ ৪র্থ রাউন্ড শেষে ৫ জন শীর্ষে
পরবর্তী নিবন্ধনিবেদন শিল্পী সংসদের শ্রাবণ সন্ধ্যা