নবীন শিক্ষার্থীরা আগামীতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে

পোর্ট সিটি ভার্সিটির নবীন বরণে উপাচার্য

| রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির ‘সামার ২০২৩’ সেমিস্টারে ৩১তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুন। প্রধান অতিথি বলেন, আজকের নবীন শিক্ষার্থীরা আগামীতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের মেধা ও শ্রমের উপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই তাদের উচিত যথাযথভাবে পড়াশোনা করে নিজেদের প্রস্তত করা।

এতে বক্তব্য রাখেন একাডেমিক ও প্রশাসনিক উপদেষ্টা অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, ডা. জাহানারা আরজু, মোহাম্মদ আলী আজম স্বপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, অধ্যাপক জুয়েল দাশ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান।

নবীনবরণ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১০০ জন শিক্ষার্থীকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেসা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারের সাথে এপিক হেলথ কেয়ারের সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধবিআইএম অ্যালামনাই ও অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সাথে সমঝোতা স্বাক্ষর