নবীন শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে বিশেষ নজর দিতে হবে

চবি সীতাকুণ্ড ছাত্র সমিতির ইফতার মাহফিলে আসলাম চৌধুরী

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় হল জ্ঞান আহরণের অফুরন্ত ভাণ্ডার। এখান থেকে শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নের জন্য অবদান রাখতে হবে তরুণদের। কখনো চ্যালেঞ্জ নিতে ভয় পাওয়া যাবে না। সফল হতে হলে লেগে থাকতে হবে। তাই নিজেকে সফল ও বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে উঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জনের দিকে বিশেষ নজর দিতে হবে। চবি সীতাকুণ্ড ছাত্র সমিতির ইফতার আয়োজন ও সীতাকুণ্ড থেকে ভর্তি হওয়া ২০২৩২৪ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। গতকাল শুক্রবার সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চবির অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ২৬ জন নবীন শিক্ষার্থীকে বরণ করা হয়। ইফতার শেষে পর্যায়ক্রমে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সীতাকুণ্ড ছাত্র সমিতির সভাপতি সাদমান সাজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিন উদ্দিন সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জসিম উদ্দিন মাহমুদ, উপদেষ্টা ইকবাল হোসেন, আজম উদ্দিন, দীপক ভৌমিক, আইনুল কামাল, মো. ইকবাল বাহার, ফারুক আহমেদ, এমরান হোসেন রাকিব, মো. ফয়সাল, আমজাদ হোসেন, রায়হান উদ্দিন, শাহীনুর আক্তার, সাফায়েত বিন সায়েম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনসিপি নারীদের সামনে নিয়ে এসেছে যেটা নতুন রাজনীতির বন্দোবস্তের অংশ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে হাতির আক্রমণে নিহত শিশুর পরিবারকে আর্থিক সহায়তা