নবীন মেলা আয়োজিত রাফি স্মৃতি উম্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্টে এন্ট্রি আহবান

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

আগামী ১৯ ও ২০ আগস্ট মঙ্গলবার ও বুধবার নবীন মেলার ব্যবস্থাপনায় আয়োজিত রাফি স্মৃতি উম্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট সাফা আর্কেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। বালক একক ও দ্বৈত, কলেজ ও বালিকা একক ও দ্বৈত বিভাগে খেলা হবে। আগ্রহী খেলোয়াড়দের নাম আগামী ১৬ আগস্ট শুক্রবারের মধ্যে (সভাপতি, নবীন মেলা ২৭ কে.বি আবদুস সাত্তার সড়ক রহমতগঞ্জ, চট্টগ্রাম) এই ঠিকানায় নাম প্রেরণ করে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। কোন প্রকার এন্ট্রি ফি প্রযোজ্য নহে। যোগাযোগের সময় বেলা ১২ টা থেকে ১ টা ৩০ এবং বিকাল ৪ টা থেকে ৬ টা ৩০।

পূর্ববর্তী নিবন্ধফিনালিসিমা ২০২৬ : আর্জেন্টিনা স্পেনের মহারণ মার্চে
পরবর্তী নিবন্ধতাসকিনের ঘটনায় পদক্ষেপ নিচ্ছে বিসিবি