নবীন মেলার ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান৩১ জানুয়ারি

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের জুলাই বিপ্লব স্মৃতি হলে আগামী ৩১ জানুয়ারি নবীন মেলার ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৫টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নসরুল কদির। বিশেষ অতিথি থাকবেন ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, কাফকো স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীরণ চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সমাজসেবক ইসমাত মোহসেন। একই দিনে অনিল কান্তি বড়ুয়া স্মৃতি স্মরণে অনুষ্ঠিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট হতে দেওয়া যাবে না
পরবর্তী নিবন্ধরামপুর ওয়ার্ডে শামসুজ্জামান হেলালীর গণসংযোগ