নবীন মেলার ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

নবীন মেলার ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী দুলাল মজুমদার, কাফকো স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ সমীরণ চৌধুরী, মুরাদ আলী চৌধুরী, আবু নাজের, ডা. তাসলিম চৌধুরী, ডা. রকিব উল্লাহ, মতিন মিঞা, ডা. পারভেজ ইকবাল শরীফ, যুগ্মসম্পাদক হারুন রশিদ ও শফিউল আজিম মন্টি। স্বাগত বক্তব্য দেন, মেলার সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ।

বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে প্রথমবার ডাবল এম্পটি কন্টেনার হ্যান্ডলার-ডাবল ইসিএইচ মেশিন চালু
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলার প্রাণন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প