নবীন মেলার ৫৭তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শনিবার বিকালে মেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রাশেদুল আলম, সহ সভাপতি সাইফুল আলম বাপ্পী, সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ, যুগ্ম সম্পাদক হারুন রশিদ, মতিন মিয়া, অধ্যাপক সঞ্জীব কুমার সেন, এ এন এম শফিউল আজিম, ইমরান জুয়েল, জয়দীপ চৌধুরী আকাশ, ইঞ্জিনিয়ার সাকলাইন মারুফ, মো. ওয়াজিদ, মোস্তাকিমুল আলম সায়েম। বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে কৈলাশ চন্দ্র নাথ মেমোরিয়াল টেবিল টেনিস বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












