নবীন মেলার ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২৭ ডিসেম্বর থেকে মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়সমূহ হচ্ছে –দেশের গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পল্লীগীতি / লোকগীতি, উচ্চাঙ্গ সংগীত, নৃত্য সাধারণ, নৃত্য উচ্চাঙ্গ, ছড়াগান, আধুনিক গান, আবৃত্তি (নির্ধারিত) ও চিত্রাংকন (জলরং/পেন্সিল স্কেচ)। স্কুল ও কলেজ ছাত্র–ছাত্রীদের জন্য আয়োজিত প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদনপত্র সংগ্রহ করতে মেলার রহমতগঞ্জস্থ কার্যালয়ে প্রতিদিন বেলা ১২ থেকে ১–৩০ ও বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্য যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। আবেদন পত্র জমা দেয়ার শেষ সময় ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।