নবীন মেলার এক সভা মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকাল ৫টায় মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এতে অংশ গ্রহণ করেন মেলার সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ, স্থায়ী পরিষদ সদস্য ডা. তসলিম চৌধুরী, ডা. পারভেজ ইকবাল শরীফ, সহ– সভাপতি অধ্যাপক সনজীব কুমার সেন, তৌফিকুর রহমান তুষার, জয়দীপ চৌধুরী আকাশ ও আফরাজ আলম।
সভায় আগামী ৭ অক্টোবর নবীন মেলার ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ও ২৩ জানুয়ারি ২০২৬ বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।