সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে গত ১৯ জানুয়ারি নবীন মেলার উদ্যোগে সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিবি ইন্সটিটিউশেনর অধ্যক্ষ সুলেখা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কাউছার আক্তার, অধ্যাপক জেবুন নাহার ও সমাজ সেবিকা লুৎফুন্নেছা চৌধুরী। বক্তব্য দেন, মেলার সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ, সহ সভাপতি সাইফুল আলম বাপ্পি, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, অধ্যাপক সঞ্জীব কুমার সেন। অনুষ্ঠানে ৪০ জন ছাত্র–ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।