নবীন মেলার আয়োজনে শাফায়াত ফাউন্ডেশনের সৌজন্যে ছাত্র–ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে গতকাল শনিবার মেলা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবী এ টি এম শামসুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এ টি এম শহীদুল্লাহ, ডা. তাসলিম চৌধুরী ও আব্দুল ওয়াহিদ। মেলার কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন, সহ–সভাপতি সাইফুল আলম বাপ্পী, যুগ্ম সম্পাদক হারুন রশিদ। পরে ছাত্র–ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।