নবীন মেলার ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল শুক্রবার বিকাল ৩টা থেকে মেলা মিলনায়তনে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন কাফকো স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ সমীরণ চৌধুরী। মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিদুল হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলার সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, স্থায়ী পরিষদের সদস্য অধ্যাপক সনজীব কুমার সেন ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ চৌধুরী আকাশ। গতকাল দেশের গান ও পল্লীগীতি/ লোকগীতি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।