নবীন মেলার বার্ষিক সভা গতকাল শুক্রবার বিকাল ৪টায় মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে মেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় মেলার সাংগঠনিক, অর্থনৈতিক ও বিবিধ বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন নাছির উদ্দিন, রাশেদুল আলম, সাইফুল আলম বাপ্পী, সুবীর কুমার নাথ, হারুন রশিদ, সঞ্জীব কুমার সেন, ডা. তাসলিম চৌধুরী, ইমরান হোসেন জুয়েল ও জয়দীপ চৌধুরী আকাশ।
সভায় সর্বসম্মতিক্রমে মেলার ২০২৩–২০২৫ সনের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি করা হয় জামাল উদ্দিন বাবুল ও সুবীর কুমার নাথকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া সিনিয়র সহসভাপতি করা হয় রাশেদুল আলম ও মো. নাছির উদ্দিনকে, সহ সভাপতি সাইফুল আলম বাপ্পী, যুগ্ম সম্পাদক হারুন রশিদ, অর্থ সম্পাদক রৌদ্র পাল, সমাজ কল্যাণ ও প্রচার সম্পাদক ইমরান হোসেন জুয়েল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়দীপ চৌধুরী আকাশ, ক্রীড়া সম্পাদক মো. ওয়াজিদ, মহিলা বিষয়ক সম্পাদক আফিয়া ইবনাত সায়মা, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন নিহান। প্রেস বিজ্ঞপ্তি।












