নবীন মেলার দুস্থ জনগোষ্ঠীর মাঝে মশারি বিতরণ

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধকল্পে ঢাকাস্থ চট্টগ্রাম মহিলা সোসাইটির উদ্যোগে নবীন মেলার ব্যবস্থাপনায় দুস্থ জনগোষ্ঠীর মাঝে গতকাল শনিবার মশারি বিতরণ করা হয়েছে। নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. শারমিন শরীফ। বিশেষ অতিথি ছিলেন ডা. তাসলিম চৌধুরী, অধ্যাপক কাউছার আক্তার ও আব্দুল ওয়াহিদ। আরও উপস্থিত ছিলেন মেলার সহসভাপতি সাইফুল আলম বাপ্পী, যুগ্ম সম্পাদক হারুন রশিদ, সদস্য অধ্যাপক সঞ্জীব কুমার সেন, সমাজকল্যাণ ও প্রচার বিষয়ক সম্পাদক ইমরান জুয়েল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়দীপ চৌধুরী আকাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১’শ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন ডা. রাব্বি
পরবর্তী নিবন্ধপাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রয়াস