মানবিক চেতনায় সমৃদ্ধ নবীন মেলার সামাজিক কর্মসূচি সব সময় সমাজের অবহেলিত দুঃস্থ জনগোষ্ঠীর জন্য নিবেদিত, সেই আলোকে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার দুজন দুস্থ মানুষ আবদুর রহমান ও মো. ইলিয়াস খানকে এ.এন.এম শফিউল আজিমের অর্থায়নে দুটি মাছ ধরার জাকি জাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল, সহ-সভাপতি এ.এন.এম শফিউল আজিম, আজীবন দাতা সদস্য রিয়াদ আরেফিন চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়দীপ চৌধুরী আকাশ, মো. ইদ্রিস, আফরাজ আলম ও সৌরভ দে। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় সংগঠনটি। প্রেস বিজ্ঞপ্তি।












