নবীন মেলার জরুরি সভা

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

নবীন মেলার স্থায়ী পরিষদের জরুরি সভা গতকাল শুক্রবার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে মেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সহসভাপতি নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, স্থায়ী পরিষদ সদস্য এ এন এম শফিউল আজিম মন্টি, ডা. তাসলিম চৌধুরী, অধ্যাপক সনজীব কুমার সেন ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ চৌধুরী আকাশ। সভায় মেলার ২০২৫ সালের কর্মসূচি প্রণয়ন, বার্ষিক অনুষ্ঠানের সময় ও বাজেট নির্ধারণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধঅভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই