নবীন মেলার উদ্যোগে ২০২৫ সালে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় মেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেলার সভাপতি জামাল উদ্দিন এবং প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বক্তব্য রাখেন সুবীর কুমার নাথ, হারুন রশীদ, ডা. এ ইউ এম সলিমুল্লাহ, ডা. তাসলিম চৌধুরী ও অধ্যাপক সনজীব কুমার সেন।
কৃতি শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রথম স্থান অধিকারী নিবিড় কর্মকার। প্রেস বিজ্ঞপ্তি।