সাফায়াত সরওয়ার ট্রাস্টের সৌজন্যে নবীন মেলার উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে গত ২৬ মার্চ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ টি এম শামসুদ্দিন চৌধুরী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মেলার সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ, ডা. পারভেজ ইকবাল শরীফ, এ এন এম শফিউল আজিম মন্টি, লুৎফুন্নেছা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।