ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রের সেমিনার কক্ষে ফ্রেশ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং প্রোগ্রাম শীর্ষক সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক অভিমন্যু সাহা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম ও বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সুবক্তগীণ। অনুষ্ঠানে কেন্দ্রের ভাইস–চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস–চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য এবং কোর্স কো–অর্ডিনেটর প্রকৌশলী মো. নুরুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি অভিমন্যু সাহা বলেন, আজকের নবীন প্রকৌশলীরাই আগামীতে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিবে। তিনি এদেশকে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দক্ষ প্রকৌশলী তৈরির উপর গুরুত্বারোপ করেন। সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা, নিয়মিত জ্ঞান আহরণ, অভিজ্ঞতা অর্জন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উপযুক্ত প্রকৌশলী হিসেবে গড়ে উঠে কর্মক্ষেত্রে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানান।
প্রকৌশলী মো. নুরুল করিম নবীন প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, কর্মক্ষেত্রে ভয় কাটিয়ে সাহস করে সকল বাধা ও প্রতিবন্ধকতা ভেঙে নিজ হাতে কার্য সম্পাদন করতে হবে। তিনি তরুণ প্রজন্মকে নিয়মিত লেখাপড়া ও জ্ঞান অর্জন করে মৌলিক ধারণা বাস্তবক্ষেত্রে প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।
সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির অধীনে ১৪টি বিষয়ের উপর ১৪ জন বিশেষজ্ঞ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয় এবং তিনজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৬ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, স্থানীয় কাউন্সিল সদস্য ও বিভিন্ন দফতরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











