ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)’র মহানগরীর উদ্যোগে নবীন প্রকৌশলীদের বরণ ও সংবর্ধনা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এফডিইবি মহানগরী সভাপতি প্রকৌশলী রুহুল আমিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফডিইবির কেন্দ্রীয় সেক্রেটারি প্রকৌশলী জয়নুল আবেদীন।
এফডিইবি মহানগরীর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ইয়াছিন আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রকৌশলী কেএম ইসহাক, প্রকৌশলী মাঈনুদ্দীন হাসান জীবন, প্রকৌশলী নিজাম উদ্দিন হেলালী, প্রকৌশলী আরমান হোসেন ফাহিম, ছাত্র প্রতিনিধি প্রকৌশলী আশফাক মাহমুদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, পৃথিবী সৃষ্টিকাল হতে সভ্যতার বিবর্তণে ও সব কিছুতে রয়েছে প্রকৌশলীদের রয়েছে অসামান্য অবদান।
আধুনিক শিল্প নির্ভর দেশ বিনির্মাণে শিল্প বিপ্লবের যেমন দরকার তার চেয়ে বেশি দরকার দক্ষতা সম্পন্ন একটি বিশাল জনশক্তি, সেই জনশক্তি তৈরীর কাজে অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছে কারিগরি শিক্ষা।
কিন্তু যুগগোপযোগী শিক্ষা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি, সমৃদ্ধ ল্যাব, গবেষনাগার, পযাপ্ত সুযোগ সুবিধা না থাকার কারনে দেশ হতে প্রচুর সৃষ্টিশীল প্রকৌশলী দেশ ছেড়ে বিদেশ পাড়ি জমাচ্ছেন। এ জন্য সরকার সংশ্লিষ্ট কর্তৃকপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।