নবাব খান গ্রেপ্তার

সার কেলেঙ্কারি মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

৬১৯ কোটি টাকার সার কেলেঙ্কারি মামলার প্রধান আসামি, বহুল আলোচিত নবাব অ্যান্ড কোম্পানি নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ নবাব খান গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রাতে ডিএমপির শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। জেল জীবন এড়াতে তিনি নিজের বদলে, প্রতিষ্ঠানের কর্মচারী আপন ভাগিনা ফাহিমকে নবাব খান বানিয়ে আদালতে পাঠিয়েছিলেন। কিন্ত শেষ রক্ষা হয়নি। মামা ভাগিনা দুজনেই আসল ও নকল নবাব হিসেবে গ্রেপ্তার হলেন।
ভাগিনা ফাহিম জেলে যাবার ১০ দিনের মাথায় আসল নবাব ধরা পড়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর হাতে। গ্রেপ্তারের পর তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হলে থানার পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।
অভিযোগ রয়েছে যে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এর ইউরিয়া সার পরিবহন ঠিকাদার নবাব খান আত্মসাৎ করেছেন ৬১৯ কোটি টাকা। এ ব্যাপারে বিসিআইসি মামলা করার পর আদালতে নিজের পরিচয়ে ভাগিনাকে উপস্থাপন করে জামিন নেয়ার চেষ্টা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি মিশন শুরু আজ
পরবর্তী নিবন্ধ১০ থেকে ১৮ বছর, জাতীয় পরিচয়পত্র পাবে সবাই