নবান্নটা নিয়ে এলো হেমন্ত
গল্প গানে কাটছে আমার এ মন তো
লিখছি ছড়া তেপান্তরে বসে যে
হৃদয় আকুল খেজুর গাছের রসে রে।
মৃদু মৃদু শীতটা লাগে গায়ে আজ
ঠাণ্ডা হাওয়া বইছে ডানে – বাঁয়ে আজ
সবজিফলে মুখর সারাদিনটি, ক্ষণ
ভ্রমর করে গুণগুণাগুণ আলাপন!
চাষির মুখে ধান কাটারই সুখের গান
তাই না শুনে পাগল হলো হৃদয় প্রাণ
দেশটা মাতে খেলাধুলোয় অহর্নিশ
দামাল ছেলে বাজায় জোরে দারুণ শিস!