নবান্ন

রাশেদুল ইসলাম রাশেদ | শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৬:৩৫ পূর্বাহ্ণ

পাখির কিচিরমিচি

শীতের আগমনে

ভোরের কুয়াশা

রোদেলা বরণে।

পিঠাপুলি রসে

ঘর ভরে সুবাসে

ফুল ফলের গন্ধে

গায়ে মেতে উল্লাসে।

ছোট্ট মনি দাদু রই

ছন্দে ভরা আড্ডায়

উৎসবে হাসি মৃদু

রন্ধ্রে রন্ধ্রে ছড়ায়।

কাশফুলের শুভ্রতায়

সোনালী ধানের হাওয়ায়

নবান্নে রাঙিয়ে দেয়

আমার সোনার বাঙলায়।

পূর্ববর্তী নিবন্ধপরিবার থেকে শুরু হোক সন্তানের নৈতিক শিক্ষা
পরবর্তী নিবন্ধশিশু নিপীড়নকারীদের উপযুক্ত সাজা প্রয়োজন