নবযাত্রা সাহিত্য ও পিক শিশু-কিশোর উৎসব

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজ অডিটোরিয়ামে নবযাত্রা সাহিত্য ফোরাম ও পিক মেধাবৃত্তির যৌথ আয়োজন ‘এসো প্রাণের উচ্ছ্বাসে’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কবি দুর্জয় পালের সভাপতিত্বে দুই পর্বের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চটগ্রাম পোর্ট সিটি ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ (বিচারক) জান্নাতুল ফেরদৌস।

প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হেদায়েত উল্লাহ তুর্কি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাকিল কালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন, অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা রেহেনা পারভিন প্রমুখ।

এবার শিক্ষা, সাহিত্য, সংগঠক, সংস্কৃতিসহ বিভিন্ন বিভাগে নবযাত্রা পদক পেয়েছেন দেশের তিন গুণীজন। পদকপ্রাপ্ত গুণীব্যক্তি হচ্ছেন, শিক্ষা বিভাগে (মরণোত্তর) প্রফেসর পরাশর চন্দ্র পাল, সাহিত্য সংগঠক হিসেবে ঢাকা কাস্টমস এঙাইজ এন্ড ভ্যাটের সহকারী কমিশনার কবি নজরুল ইসলাম বাঙালি, সংস্কৃতি বিভাগে যন্ত্র শিল্পী সানু দাশগুপ্ত। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মো. রাসেল, সঞ্চিতা মজুমদার, ইসরাত জাহান তনুকা, রুম্পা পাল, সুমন চৌধুরী, কবি মো. নেসার, মো. আজিজ, নিলয় দত্ত, প্রকৌশলী সুখময় বড়ুয়া, প্রকৌশলী সুযশ পাল এবং সঞ্জয় পাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশু কিশোরীদের ভীতি কমাতে অভিভাবকদের সচেতনতা প্রয়োজন
পরবর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা দেশ গঠনে ভূমিকা রাখবে : মেয়র