বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নিজের টাকায় কেনা দ্বিতীয় জাহাজ এমভি বাংলার নবযাত্রা বহরে যুক্ত হয়েছে। নতুন এই জাহাজটি গতকাল (বৃহস্পতিবার) চীনের জিংজিয়াং নানইয়াং শিপইয়ার্ডে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে বিএসসি’র কাছে হস্তান্তর করা হয়। এর আগে জাহাজটির সমুদ্র ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে জাহাজ হস্তান্তর কার্যক্রম। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি প্রতিনিধিদল, নানইয়াং শিপইয়ার্ডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রেণীকরণ সংস্থা লয়েডস রেজিস্টারের সদস্য এবং বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএসসি সূত্র জানায়, এমভি বাংলার নবযাত্রা আগামী ১ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।
উল্লেখ্য, নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত দুটি জাহাজ এমভি বাংলার প্রগতি ও এমভি বাংলার নবযাত্রা বহরে যুক্ত হওয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বহর সমপ্রসারণ ও সমৃদ্ধ হয়েছে। নতুন এই সংযোজন দেশের সমুদ্র বাণিজ্য ও নৌপরিবহন খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, প্রায় ১৯৯ মিটার লম্বা এমভি বাংলার নবযাত্রা জাহাজটি ৬৩ হাজার ৭৭৭ টন পণ্য পরিবহনের উপযোগী। চানের শিপ ইয়ার্ডে জাহাজটি নির্মাণ করা হলেও এটির সরবরাহকারী যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ৯৩৬ কোটি টাকায় দুটি জাহাজ কেনে বিএসসি। নির্মাণাধীন বা নির্মাণ শেষের পথে রয়েছে এমন জাহাজ কেনার কথা দরপত্রের শর্তে থাকার কারণে মাত্র ৫ মাসের প্রক্রিয়ায় প্রথম জাহাজ এমভি বাংলার প্রগতি গত নভেম্বরে সংস্থার বহরে যুক্ত হয়। দ্বিতীয় জাহাজটি গতকাল যুক্ত হলো। এ নিয়ে বিএসসির বহরে জাহাজের সংখ্যা দাঁড়ালো সাতটিতে।












