চন্দনাইশে ৯ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ১০ দিন পর ২ সন্তানের জনকসহ ভিকটিমকে উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার রাতে চট্টগ্রাম নগরীর একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৩ মে শুক্রবার জুমার নামাজের সময় প্রেমের সম্পর্কের জের ধরে উপজেলার মোহাম্মদখালী গ্রামের মদন আলীর মেয়ে হাছনদণ্ডি মাদ্রাসার ৯ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে উধাও হয় উপজেলার বৈলতলী ইউনিয়নের মৃত লোকমানের পুত্র ২ সন্তানের জনক মোহাম্মদ ইমন(৩২)।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে তার মেয়েকে বিয়ের প্রলোভনে অপহরণ করা হয়েছে মর্মে গত ১৪ মে রাতে চন্দনাইশ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ ওই মামলার সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে।
সর্বশেষ গতকাল রবিবার রাতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উপন বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাহাত্তরপুলস্থ একটি ভাড়া বাসা থেকে ভিকটিম তামু ও ২ সন্তানের জনক ইমনকে উদ্ধার করে চন্দনাইশ থানায় নিয়ে আসে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযানে উদ্ধারকৃত ছাত্রী ও মোহাম্মদ ইমনকে আজ সোমবার আদালতে হাজির করা হলে আদালত মোহাম্মদ ইমনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান এবং ভিকটিম মাদ্রাসা ছাত্রীটিকে তার পিতার জিম্মায় পরিবারের কাছে হস্তান্তর করে।