ছবি শুধুমাত্র একটি মহুূর্তকে ধরে রাখে না, এর সাথে সাথে ছবি একজন আলোকচিত্রকরের অনভূতি, আবেগ, ভাষা এবং বার্তা প্রকাশ করে। একজন আলোকচিত্রকরের জন্য ভালবাসার ভাষা ছবি, প্রতিবাদের ভাষা ছবি। সেই সব অর্থপূর্ণ ছবি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে যে প্ল্যাটফর্ম প্রয়োজন, সেই প্ল্যাটফর্ম এবং সুযোগ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর ফটোগ্রাফি ক্লাব নিয়ে এসেছে। নবম বারের মতো, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান ফটোগ্রাফি ক্লাব আবারও আয়োজন করতে চলেছে বন্দর নগরী চট্টগ্রামের বৃহত্তম আন্তর্জাতিক ছবি প্রদর্শনী নবম এইউডব্লিউ ফটো কার্নিভাল। বিগত আট বছর যাবত ফটোগ্রাফি ক্লাবের সৃজনশীল এবং কঠোর পরিশ্রমী সদস্যরা সারাবিশ্বের ফটোগ্রাফারদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা দেশ, বয়স, লিঙ্গ, জাতিগত এবং জাতীয়তা নির্বিশেষে নিজের কাজ তুলে ধরতে পারে। তাই এবারও এইউডব্লিউপিসির ইলেক্টিভ বোর্ড ও অর্গানাইজিং টিমের মেধাবী তরুণীরা উদ্যমের সাথে কাজ করে যাচ্ছে এই আশা রেখে যে সারা বিশ্বের ফটোগ্রাফারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই বছরের কার্নিভালটিও বৃহৎ সাফল্য পাবে। আশা করা যায়, প্রতিবারের মতো এবারও তাদের অংশগ্রহণ থাকবে উল্লেখজনক। বৈশ্বিক মহামারির সময়ে বিশ্ববাসী যখন অনিশ্চয়তা, ভয়, দুঃখ ও হতাশার মধ্য দিয়ে সময় পার করছে তখন এই দুর্দিনে সবাইকে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে আশা। তাই বর্তমান সময়ের প্রেক্ষাপটের সাথে মিল রেখে এবারের থিম হচ্ছে Hope (আশা) : finding light amidst the darkness। বর্তমান সময়ে আশা আমাদের করোনার বিরুদ্ধে লড়াই করার সাহস যুগিয়েছে, বেচেঁ থাকার ইচ্ছা জাগিয়ে তুলেছে। তাই এবারের ছবি প্রদর্শনীতে নির্বাচিত করা হবে সেসব ছবি, যে ছবি আপনাদের আশা প্রকাশ করে। তাই শুধু পেশাদার ও দক্ষ ফটোগ্রাফারদের জন্যই নয় বরং নতুন শৌখিন ফটোগ্রাফারদেরও তাদের কাজ তুলে ধরার জন্য একটি যোগ্য প্ল্যাটফর্ম। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফটো জমা দেয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। প্রদর্শনীতে অংশগ্রহণ করতে এবং কার্নিভালটি উপভোগ করার জন্য ফেসবুক পেজের সাথে থাকুন। ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ও নিয়মিত আপডেট পেতে ফলো করুন এইউডব্লিউপিসির অফিসিয়াল ফেসবুক পেইজ: https://www.facebook.com/auwpc