বাঙালির অহংকার প্রিয় বৈশাখ
ফিরে এলো আবার ;
ইলিশ পান্তা ভাতে তৃপ্তির ঢেকুর
নববর্ষে প্রিয় সবার।
বাংলার সংস্কৃতিধারা প্রচলিত থাকুক বারবার
পুরাতন বছরের জীর্ণ ক্লান্ত
মুছে যাক রাত্রি’র অন্তিম প্রহরে আবার
চৈত্রের অবসানে
বর্ষে দূর হোক ভ্রান্ত।
নববর্ষে বৈশাখে তিমির রাত্রি ভেদ করে
পূর্বদিগন্তে উদিত হোক জ্যোতির্ময় সূর্য
নববর্ষে নতুন আঙ্গিকে সাজাবো জীবন তরে
সুনামে রাঙাবো মুছে যত তুর্য।
বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ
সেজেছে আজ নববর্ষের সাজ
জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা
বর্ষবরণের আনন্দে হয়েছে দিশেহারা।
একই সাথে থাকি সবে পরম ভালোবেসে
ধর্ম–বর্ণ দল–মত নির্বিশেষে;
এসো সবাই ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা;
নববর্ষের পহেলা বৈশাখে হোক
নববর্ষের নবচেতনার উন্মাদনা।