নববর্ষে ক্যালেন্ডারে
বদলে দেওয়া দিন,
নববর্ষে সবাই মিলে
চাই হতে রঙ্গিন।
নববর্ষে শোভাযাত্রায়
মঙ্গল আহ্বান,
নববর্ষে বটমূলে
রবির কোরাস গান ।
নববর্ষে গাঁয়ের পথে
মেলার আয়োজন,
নববর্ষে ইচ্ছে করে
ভরাই সুখে মন।
নববর্ষে সবাই বোনে
আশার মায়াজাল,
নববর্ষে ভাবনা জাগে
কেমন যাবে কাল?