১৪২৯ বাংলা নববর্ষ উপলক্ষে কর্ণফুলী লায়ন্স ক্লাবের উদ্যোগে সমাজের দারিদ্র জনগোষ্ঠীর মাঝে নতুন কাপড় প্রদান করা হয়। অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় মহামুনি গ্রামের সতীশ ভিলার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান প্রাক্তন জেলা গর্ভনর লায়ন্স রুপম কিশোর বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নববর্ষের আনন্দ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাথে ভাগাভাগি করে নিতে আজকের এই বস্ত্র বিতরণ। নতুন কাপড় পেয়ে আপনারা যাতে একটু খুশি হন সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনারা আনন্দিত হলে আমরা তৃপ্ত।
এতে আরও উপস্থিত ছিলেন লায়ন সুপ্রভা বড়ুয়া, রিজিয়ন চেয়ারম্যান লায়ন্স মোসলেহ উদ্দীণ অপু, রিজিয়ন চেয়ারম্যান লায়ন্স আব্দুর রহিম, জোন চেয়ারম্যান লায়ন্স শুভ নাজ জিনিয়া, লায়ন জহির উদ্দিন হেলাল এবং স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সালাহ উদ্দিন ও মো. জানে আলম, সুজন বড়ুয়া, রিংকু বড়ুয়া, দেবু প্রসাদ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











