নববর্ষ উদযাপন পরিষদের সভা

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে চট্টগ্রাম সিআরবিতে দেশের অন্যতম বৃহৎ বর্ষবরণ উৎসবের আয়োজক সংগঠন নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের আগামী ২০২৪২০২৫ কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। গত রবিবার রাতে দৈনিক আজাদী ভবনের সভাকক্ষে সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে সভায় ২০২৪ ও ২০২৫ এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে একুশে পদকপ্রাপ্ত গুণীজন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সভাপতি এবং আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া গোলাম মোস্তফা কাঞ্চন, হাজী মোহাম্মদ সাহাবুদ্দীন, ডা. চন্দন দাশ, অঞ্চল চৌধুরী ও শামীম আহমেদ সহ সভাপতি, সুচরিত চৌধুরী টিংকু ও মোরশেদুল আলম যুগ্ম সম্পাদক, রেজওয়ানুর রহমান খান সাংগঠনিক সম্পাদক, সজল চৌধুরী অর্থ সম্পাদক, শীলা দাশগুপ্তা অনুষ্ঠান সম্পাদক, মো. মুজাহিদুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, লালন দাশ দপ্তর সম্পাদক এবং কামরুল হাসান বাদল, স্বপন মজুমদার, শেখ শওকত ইকবাল, হাসান মারুফ রুমি, কল্পনা লালা, হাসান জাহাঙ্গীর এবং মাহবুবুর রহমান নির্বাহী সদস্য নির্বাচিত হন। সিআরবি শিরীষতলার ঐতিহ্যবাহী এই বর্ষবিদায় ও বর্ষবরণ বিগত ১৫ বছরের মতো এবারও নান্দনিক পরিকল্পনায় আয়োজন হবে বলে সভার উপস্থিতিরা মত প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সুজন
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মাঝে দিশারী পাহাড়িকার খাবার বিতরণ