নতুন জামা গায়ে খুকুর
আলতা পায়ে মলে,
সিল্কি চুলে পাপড়ি মেলে
খুশির শতদলে।
মাটির সানকি পান্তা ইলিশ
বায়োস্কোপের দুপুর,
ঝর ঝরা ঝর কাঁচা আমে
খুশির ঘড়া উপুড় ।
খুশির রেলে ডানা মেলে
সকাল থেকে সন্ধে ,
বোশেখ মেলায় ঘুরে বেড়ায়
আপন মনের ছন্দে ।
প্রজাপতির মতন ওড়ে
মেলে দুটো ডানা,
আজ সারাদিন খুকু স্বাধীন
পড়ালেখা মানা।