বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে এলজিআরডি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নে নবপণ্ডিত বিহার নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। প্রধান অতিথি বলেন, দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান জনগোষ্ঠীর সেবায় সরকার সকল প্রকার কাজ করে যাবে। তিনি আরো বলেন, দেশের সংবিধানে জাতি, ধর্ম, বর্ণ সকল মানুষের অধিকারের কথা বলা আছে। এবং তা যথাযথভাবে পালনের চেষ্টা করছে সরকার। আওয়ামী লীগ সরকার দেশকে একটি অসামপ্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলছে। সংগঠনের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন (অব.) ডিআইজি পি. আর বড়ুয়া, স্থপতি বিশ্বজিত বড়ুয়া,প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, প্রকৌশলী অপু বড়ুয়া, দেব প্রিয় বড়ুয়া, প্রকৌশলী নিরোদ বরণ বড়ুয়া, চম্পাকলি বড়ুয়া, ব্রম্মার্ন্ড প্রতাপ বড়ুয়া, লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী, অধ্যাপক ড. উপানন্দ মহাথের, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন মো. এমরান, শহিদুল ইসলাম পিন্টু। প্রেস বিজ্ঞপ্তি।