নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ

চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশন

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের (২০২৫২০২৭) শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী পরিষদকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শরিফ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন সকল ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য ২৯টি পদের বিপরীতে ৫৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ২৯টি পদের বিপরীতে সকলকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ হানিফ নির্বাচনী কার্যক্রম পরিচালনায় যাঁরা সহযোগিতা করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিদায়ী সভাপতি হিসেবে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল আবছার জুলাই ছাত্রজনতা বিপ্লবে যাঁরা নিজের জীবনকে উৎসর্গ করে দেশের নতুন স্বাধীনতা এনেছেন, বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী বলেন, নির্বাচিত পরিষদের জবাবদিহিতা স্থাপনের জন্য পুনরায় প্রশ্নোত্তর পর্ব চালু করাসহ আগামী ১০০ দিন কার্যনির্বাহী পরিষদ কর্তৃক গৃহীত কার্যক্রম সকল সদস্যদের নিকট তুলে ধরা হবে। নবনির্বাচিত সভাপতি এস এম সাইফুল আলম বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে জারীকৃত সিএন্ডএফ স্বার্থ বিরোধী সকল কালো আইন বাতিলের উদ্যোগ নেওয়া হবে। আমন্ত্রিত অতিথিদেরে মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন ও ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান নতুন পরিষদকে তাদের ভবিষ্যতে গৃহীত সকল সদস্যবান্ধব কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। শ্রম অধিদপ্তরের পরিচালক গিয়াস উদ্দিন বলেন, এসোসিয়েশনের গঠনতন্ত্র যুগপোযোগী করার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে। মোঃ শাহেদ বলেন, নিজের ও পরিবারের কথা না ভেবে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যারা আন্দোলনে ঝাপিয়ে পড়েছি, বাংলাদেশের মানুষ যেন তাদের ভুলে না যায়। অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলী, নির্বাচন কমিশনারবৃন্দ ও বিদায়ী কার্যনির্বাহী পরিষদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের বরণ ও বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল