নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়া বিএনপির আনন্দ মিছিল

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ১১:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় একটি মিছিল চট্টগ্রাম কক্সবাজার-মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহরের মোটরষ্টেশনে এসে সমবেত হন, সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে দক্ষিণ জেলা কমিটিতে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন, সৌদিয়া মাহাইল বিএনপির সাবেক সভাপতি হারেছ কোম্পানি, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা শফিকুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জাহেদ হোসেন, মোস্তফিজুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কুতুব উদ্দীন, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো: এহেছানুল আবেদীন চৌধুরী শোহান, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক হাছান মোহাম্মদ তারেক, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, ইসমাইল, নাজিম উদ্দীন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন, মহি উদ্দিন, আব্দুল লতিফ, তৌহিদুল ইসলাম, খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মারুফ, যুবদল নেতা আনোয়ার হোসেন সহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তর সাতকানিয়া বিএনপির আনন্দ মিছিল