নফস দমন করে আত্মশুদ্ধি অর্জন করতে হবে

চান্দ্রবার্ষিকীর ওরশে ইরফানুল হক মাইজভাণ্ডারী

| বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় গাউসুল আজম মাইজভাণ্ডারী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.) এর চান্দ্রবার্ষিকী ওরশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারের শাহী ময়দান সংলগ্ন হুজরা শরীফে হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.) এর চান্দ্রবার্ষিকী ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনি বলেন, আমাদের নফস দমন করে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এর মাধ্যমে স্‌্রষ্টার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। মাইজভাণ্ডারী তরিকার অনুসারীরা সপ্তকর্ম পদ্ধতি অবলম্বন করে এটি সম্ভব করতে পারেন। সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.) এর চান্দ্রবার্ষিকী ওরশ উপলেক্ষ গতকাল বুধবার বাদ ফজর থেকে খতমে কোরআন ও মাহফিলের আয়োজন করা হয়। পরে মাহফিলে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের দারুত তায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী। মাহফিলে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদ, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ, চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদসহ বিভিন্ন জেলা, উপজেলা ও শাখা দায়রা এবং খেদমত কমিটির কর্মকর্তারা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবনে কাজ করার সময় গরমে অসুস্থ, কয়েক ঘণ্টা পর মৃত্যু
পরবর্তী নিবন্ধসিআইইউতে ওরিয়েন্টেশন আজ