নন-কোভিড ইউনিটে ১০টি আইসিইউ বেড উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নন-কোভিড (সাধারণ) ইউনিটে ভেন্টিলেটর ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্বলিত ১০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. মো. আবুল হোসেন, ডা. বিজন বিশ্বাস, ডা. শিমুল রওশন আরা, ডা. রওশন আরা, ডা. নারগিস আকতার, ডা. মনোয়ার হোসেন, ডা. মো. সাজ্জাদ হোসেন, ডা. রাজদ্বীপ বিশ্বাস, ডা. মৌমিতা দাশ, ডা. এইচ.এম হামিদুল্লাহ মেহেদীসহ অন্যান্য চিকিৎসকগণ। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, জেনারেল হাসপাতালে মোট ১৮টি আইসিইউ বেড রয়েছে। এ বেডগুলো করোনা আক্রান্ত মুমুর্ষ রোগীর জন্য ব্যবহার হতো। বর্তমানে করোনার সংক্রমণ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় হাসপাতালে রোগীর সংখ্যাও কমেছে। ফলে আইসিইউর অধিকাংশ বেড শূন্য থাকছে। কিছু কিছু নন-কোভিড রোগীর আইসিইউ বেড জরুরী। এ বিষয়টি বিবেচনায় এনে এখন থেকে ১০টি আইসিইউ বেডে নন-কোভিড জটিল রোগীদের চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকী ৮টি আইসিইউ বেড কোভিড ইউনিটে থাকছে।
চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি জানান, জেনারেল হাসপাতালে ১৮টি আইসিইউ বেডের পাশাপাশি ৬টি এইচডিইউ বেড রয়েছে। সেগুলোকে আইসিইউ সুবিধায় যুক্ত করা হচ্ছে, যা করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার হবে। কখনো করোনা পরিস্থিতির অবনতি হলে বা প্রয়োজন হলে সবকয়টি আইসিইউতে পুনরায় করোনার রোগীর চিকিৎসা দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুজিব ১০০ আইডিয়া প্রতিযোগিতায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির অর্জন
পরবর্তী নিবন্ধমহানগর আ. লীগ সভাপতির সাথে উত্তর কাট্টলী আ. লীগের মতবিনিময়