নন্দীরহাট লোকনাথ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা

| বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

নন্দীর হাটে লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯২ তম আবির্ভাব দিবস ও সেবাশ্রমের ২৩ তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে ৪ ও ৯ সেপ্টেম্বর দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ৪ সেপ্টেম্বর লোকনাথ বাবার জন্মতিথি পালিত হয়। ৯ সেপ্টেম্বর সেবাশ্রম প্রাঙ্গনে ২৯২ তম আবির্ভাব দিবস ও ২৩ তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন লায়ন ডা. সুভাষ চন্দ্র সূত্রধর। দুই পর্বের অনুষ্ঠানে উৎসব উদযাপন ও সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি মাখন লাল দাশ ও মনোজ কান্তি দের সভাপতিত্বে এবং সুজন ভৌমিক ও অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দীপংকর রুদ্র। বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সেবাশ্রম সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ চৌধুরী ও অর্থ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী এবং বিগত সাধারণ সভার প্রস্তাবনা ও গৃহিত সিদ্ধান্ত সমূহ পাঠ করেন সুব্রত ভৌমিক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল অ্যাডভাকেট তুষার কান্তি রায়। বিশেষ অতিথি ছিলেন সঞ্জীব দাশ, বিধান চন্দ্র বল্লভ ও বেবী রানী দাশ, প্রণব সাহা বাবলু, সুবাস চন্দ্র দাশ, তপন কান্তি দত্ত, ডা. মনতোষ ধর, নরোত্তম সাহা পলাশ, মৃণাল কান্তি সূত্রধর, সুব্রত দাশ, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, অশেষ কুমার পুরোহিত, রতন কুমার দাশ, বাবুল নন্দী প্রমুখ। সভায় এইচ.এস.সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধকর্মবিরতিতে বাঁশখালী দুর্যোগ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা