নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে গুণীজন সংবর্ধনা

| রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান গত ৫ সেপ্টেম্বর সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ‘যে সমাজে গুণীর কদর হয় না, সেখানে গুণীজন জন্মায় না’ শীর্ষক অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নর ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস ও আঞ্চলিক গানের শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণবকে (মরণোত্তর) গুণীজন হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।

লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উদযাপন পরিষদের সভাপতি নিমাই চন্দ্র নন্দীর সভাপতিত্বে এবং অধ্যাপক টিংকু চৌধুরী, সুব্রত ভৌমিক ও সুজন কুমার ভৌমিকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন চন্দ্র শীল। শুরুতে গীতাপাঠ করেন নয়ন চৌধুরী। গুণী ব্যক্তিদের কর্মময় জীবনী পাঠ করেন লায়ন তপন কান্তি দত্ত ও দীলিপ চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবর্তক সংঘচট্টগ্রাম’র সভাপতি ইন্দু নন্দন দত্ত। বিশেষ অতিথি ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. বাসনা মুহুরী, জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত সুমন সাহা, জনপ্রিয় সংগীত শিল্পী প্রেমসুন্দর বৈষ্ণব, লায়ন নরোত্তম সাহা পলাশ, অধ্যাপিকা সুপর্না রায় চৌধুরী, ডা. রোজী দত্ত বিশ্বাস, সেবাশ্রম সভাপতি ও বোর্ড অব ট্রাস্ট চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ। এছাড়াও অনুষ্ঠানে সেবাশ্রমের বিভিন্ন সেবা কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য শান্তনু সাহা রানা, ধনরঞ্জন দাশ, তপব্রত রায় ও গৌতম মন্ডলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে বেতার, টিভি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ খুরশিদ ইরশাদ তাইমুরের শোকসভা
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ হবে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র : ইসরাফিল খসরু