শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র নন্দীরহাটে শিবকল্প মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ২৫ তম বার্ষিক সাধারণ সভা ২৫ শে জুলাই সেবাশ্রম প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পাঠ, জাতীয় পতাকা, সেবাশ্রম পতাকা উত্তোলন, শান্তির পায়রা উড়িয়ে এবং মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন সঞ্জীব দাশ।
সেবাশ্রম বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশের সভাপতিত্বে এবং সুব্রত ভৌমিক ও সুজন কুমার ভৌমিকের সঞ্চালনায় সভার শুরুতে গীতা পাঠ করেন নয়ন চৌধুরী ও স্বাগত বক্তব্য রাখেন সেবাশ্রম সহ সভাপতি রতন কুমার দাশ, সভায় শোকাঞ্জলী পাঠ করেন সাংগঠনিক সম্পাদক চন্দন সিংহ। উক্ত সভায় বার্ষিক কার্যক্রম ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সেবাশ্রম সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী ও অর্থ সম্পাদক সুব্রত ভৌমিক এবং বিগত ২৫ তম সাধারণ সভায় প্রস্তাবনা ও গৃহীত সিদ্ধান্ত সমূহ পাঠ করেন যুগ্ম সম্পাদক মোহন লাল দাশ।
সেবাশ্রমে চলমান সেবাধর্মী কর্মসূচির আলোকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ডাঃ স্বপন কুমার চৌধুরী। বিশেষ অতিথি প্রনব সাহা বাবলু, অধ্যাপক কৃষ্ণধন বিশ্বাস, আশুতোষ দে, ব্যাংকার প্রকৌঃ রাজীব চক্রবর্তী, প্রফেসর ডঃ রনজীৎ কুমার চৌধুরী, লায়ন তপন কান্তি দত্ত। এছাড়াও উপস্থাপিত বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে বক্তব্য রাখেন সুজন সেনগুপ্ত, সুব্রত দাশ, শিবু রঞ্জন দে, সাংবাদিক বাবলু দাশ, অধ্যাপিকা, কৃষ্ণা দাশ, প্রবাস চক্রবর্তী প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারমিতা চৌধুরী, ব্যাংকার বিশ্বজিৎ চক্রবর্তী, লাকী চক্রবর্তী, অধ্যাপিকা শর্মিষ্ঠা চৌধুরী, শিক্ষিকা বিউটি পাল, দীলিপ চক্রবর্তী, নিহার কান্তি মল্লিক, মৃনাল কান্তি সূত্রধর, মাখন লাল দাশ, প্রদীপ চক্রবর্তী, প্রকৌঃ অজিত দাশ, নিমাই চন্দ্র নন্দী, গৌরী শংকর চক্রবর্তী, আশীষ দস্তিদার, তাপস গুপ্ত, আশীষ দাশ, দীপংকর রুদ্র, রুপন কান্তি নাথ, জুয়েল গুপ্ত, স্বপন কুমার দাশ, রিপন দত্ত, প্রবাস বিকাশ রুদ্র, টিটন চৌধুরী, পুলক দাশ, বিপ্লব রায়, লিটন ধর, টুপন শর্মা, প্রিয়তোষ নাথ, সুব্রত সিংহ, রিমন গুপ্ত, সুমন চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।