নন্দীরহাট লোকনাথ সেবাশ্রমের রজতজয়ন্তী উৎসবে বক্তারা বলেছেন,২৫ বছরের পথ চলার ইতিহাস ও আধ্যাত্মিক চেতনায় সংগঠনের ইতিবৃত্ত সম্বলিত তথ্যভান্ডারসহ পরিমার্জিত রুচিশীল প্রচ্ছদযুক্ত রজত জয়ন্তী স্মারক গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণ আগামী প্রজন্মের একটি দৃষ্টান্ত সহ অত্র সেবাশ্রমের জন্য মাইলফলক হয়ে থাকবে। সভার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক প্রফেসর ড.হরিশংকর জলদাস ও চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব।
গত ১৮ এপ্রিল সেবাশ্রম প্রাঙ্গনে সেবাশ্রমের রজতজয়ন্তী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সেবাশ্রম উপদেষ্টা সচিব লায়ন তপন কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সুব্রত ভৌমিক ও সুজন কুমার ভৌমিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সেবাশ্রম সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী। উক্ত সভায় সেবাশ্রমে পরিষ্কার –পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত সেবাকর্মী মিলন দাশকে উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন প্রনব সাহা বাবলু, লায়ন সুভাষ চন্দ্র সূত্রধর,লায়ন রুপন কুমার দাশগুপ্ত, ট্রাষ্টি সদস্য দীলিপ চক্রবর্তী, নিহার কান্তি মল্লিক, রতন কুমার দাশ, মৃনাল কান্তি সূত্রধর, যীশু বনিক,নিমাই চন্দ্র নন্দী,অধ্যাপক অনিল মজুমদার, মাখন লাল দাশ, মোহন লাল দাশ, প্রদীপ চক্রবর্তী,চন্দন সিংহ,উজ্জ্বল আইচ,আশীষ দাশ,দীপঙ্কর রুদ্র, গৌরী শংকর চক্রবর্তী,স্বপন কুমার দাশ, রিপন দত্ত, প্রবাশ বিকাশ রুদ্র, টিটন চৌধুরী, শিদুল শীল,নয়ন চৌধুরী, টুপন শর্মা,বিপ্লব রায়,পুলক দাশ,,সুমন চক্রবর্তী,লক্ষন দাশ,সুব্রত সিংহ টিংকু, অঞ্জন চৌধুরী প্রমুখ।